1. admin@khoborakhobor.com : খবরাখবর :
ড্রাইভিং লাইসেন্সের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক সেবা চালু - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন

ড্রাইভিং লাইসেন্সের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক সেবা চালু

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
ড্রাইভিং লাইসেন্সের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক সেবা চালু- khoborakhobor.com
ড্রাইভিং লাইসেন্সের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক সেবা চালু

গ্রাহক সেবা সহজীকরনের লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চালু করেছে বিআরটি সার্কেল-৩। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ’র উদ্যোগ এ উদ্যোগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুল মোক্তাদির।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিআরটিএ উত্তরা ঢাকা মেট্রো-৩ সার্কেল অফিসে এ কার্যক্রম উদ্বোধন করেন জনাব মোক্তাদির। এ সময় তিনি জানান, আজ মঙ্গলবার থেকে রাজধানীর প্রতিটি বিআরটিতে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়েও এটি চালু হবে।

তিনি আরো জানান, যাতে কোনো প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে যেতে না হয়। প্রধানমন্ত্রীর ঘোষণায় দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ বদ্ধপরিকর। সেলক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কাজ করছে।

উদ্বোধন শেষে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন এবং লাইসেন্স প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট শ্যামল রায়, ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপ-পরিচালক কাজী মো. মোরছালীনসহ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team