বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক গৃহীত অভিন্ন ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ বা তদূর্ধ্ব নম্বর প্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
আবেদন এর শর্তাবলী
সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলী মেনে ভর্তির জন্য আবেদন করা যাবে।
আবেদন সংগ্রহ ও জমাদান
২৮ শে মে ২০২২ থেকে ১৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত (শুক্রবার ব্যতীত) নিম্নলিখিত যেকোনো ইনস্টিটিউট থেকে নগদ সাতশত টাকা অফেরত যোগ্য বিনিময়ে নির্ধারিত ফরম সংগ্রহ করে স্বহস্ত পূরণ করে জমা দিতে হবে।
ফলাফল
ভর্তি আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত অপেক্ষামান তালিকা ২০ জুন ২০২২ তারিখ সকাল দশটার মধ্যে ইনস্টিটিউটসমূহের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য সকাল ৮ টা থেকে ৫ টা পর্যন্ত আদ-দ্বীন নার্সিং ইনস্টিটিউট সমূহে যোগাযোগ করতে বলা হয়েছে।