বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে ট্রাক চাপায় ভ্যান যাত্রী ৮ম শ্রেণির ছাত্রী ও ভ্যান চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই ছাত্রী। পুলিশ ট্রাক আটক করলেও চালক পলাতক রয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের নাভারন খাজুরা নিহা ফিলিং স্টেশনের সামনে দ্রুতগামী একটি ট্রাক পেছন দিক থেকে স্কুল ছাত্রীসহ ভ্যান চাপা দেয়। এতে নিহত হয় শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে ও নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী সামীয়া ইসলাম (১৩) ও ভ্যান চালক একই গ্রামের নছুর উদ্দিনের ছেলে আবু হানিফ (৪৫)। নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই টিটু মিয়া বলেন, নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের ৩ জন ছাত্রী পরীক্ষার খাতা জমা দিতে ভ্যানযোগে স্কুলে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলই মারা যায় স্কুল ছাত্রী সামীয়া। তবে গুরুতর আহত ভ্যান চালাক আবু হানিফকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর তিনটায় মারা যান। অন্য দুজন ছাত্রীকে নাভারন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।