1. admin@khoborakhobor.com : খবরাখবর :
টিপ পরা নিয়ে বিতর্কিত মন্তব্য, পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী ক্লোজড - খবরাখবর
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন

টিপ পরা নিয়ে বিতর্কিত মন্তব্য, পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী ক্লোজড

  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
টিপ পরা নিয়ে বিতর্কিত মন্তব্য, পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী ক্লোজড-khoborakhobor
টিপ পরা নিয়ে বিতর্কিত মন্তব্য, পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী ক্লোজড

টিপ পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেসবুকে নিজের একাউন্টে পোষ্ট করায় সিলেট জেলা পুলিশের কোর্ট পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে। এছাড়াও বিষয়টি অধিকতর তদন্তের জন্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

৪মার্চ সোমবার রাত ১১টায় লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

লুৎফর রহমান (সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার )বলেন, পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন পুলিশ সুপার। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

লিয়াকত আলী নিজের ফেসবুকে লেখেন– “টিপ নিয়ে নারীকে হয়রানি। ফালতু ভাবনা : (১৮+) টিপ নিয়ে নারীকে হয়রানি করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত। বিভিন্ন শহরে অনেক নারী যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন তার মধ্যে অনেকেরই ব্রায়ের ওপর দিকে প্রায় অর্ধেক আন-কভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনও পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনও নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পরে প্রতিবাদ করবেন?”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team