সোমবার ডিএমপির একটি সূত্র থেকে এই কথা নিশ্চিত করা হয়েছে। ১ এপ্রিল শুক্রবার নিজ কর্মক্ষেত্র তেজগাঁও কলেজে যাওয়ার সময় টিপ পরার কারনে লাঞ্ছনার শিকার হন লতা সমাদ্দার। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক।
ঘটনার পর ২ এপ্রিল তিনি শেরেবাংলা নগর থানায় লিখিত ভাবে অভিযোগ করেন।
তিনি অভিযোগে বলেন, তিনি সকাল ৮ টা ২০ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে ফার্মগেট মোড় পার হয়ে তেজগাঁও কলেজ এর দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। সেজান পয়েন্টের সামনে বন্ধ করে রাখা মোটরবাইকের ওপর বসে ’ওই টিপ পরছোস কেন’ বলেন ওই ব্যক্তি। তখন তিনি পিছন ফিরে প্রতিবাদ করলে পুলিশের ইউনিফর্ম পরা ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
আভিযোগে আরও বলা হয়েছে, ইভটিজিং করা ওই ব্যক্তির নাম বা পদবি তিনি খেয়াল করতে পারেনি। তবে গালিগালাজের এক পর্যায়ে ওই ব্যক্তি বাইক স্টার্ট করে প্রায় নারীর গায়ের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছিলেন। তিনি পিছিয়ে গেলে তার পায়ে আঘাত পান।
বাইকটির নম্বর ১৩-৩৯৭০ হতে পারে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। পুলিশের পোশাকে থাকা ব্যক্তির দৈহিক গঠন ও দেখতে কেমন সেটা উল্লেখ করে অভিযোগে বলা হয়, তার মুখে দাড়ি আছে, দেখতে মোটা এবং অনমান করতে পেরেছি তিনি মধ্যবয়সী।