1. admin@khoborakhobor.com : খবরাখবর :
টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:০৩ অপরাহ্ন

টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানানোর সময় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আনিল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর পাইকপাড়া বেপারীপাড়া গলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার আনিল চারতলা ভবনের ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আনিল মোবাইলের মাধ্যমে টিকটক ভিডিও তৈরি করে সেগুলো অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করতেন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে আনিল নামে এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তবে এ বিষয়ে থানায় কেউ খবর দেয়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team