1. admin@khoborakhobor.com : খবরাখবর :
ঝিকরগাছা পৌরসভায় ২১ বছর পর চলছে ভোট উৎসব - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন

ঝিকরগাছা পৌরসভায় ২১ বছর পর চলছে ভোট উৎসব

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
ঘোষণা স্থগিত হলো ঝিকরগাছা পৌর মেয়রের নাম
ঘোষণা স্থগিত হলো ঝিকরগাছা পৌর মেয়রের নাম

দীর্ঘ ২১ বছর পর যশোরের ঝিকরগাছা পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে, জনগণের মধ্যে চলছে ভোট উৎসব। ২০০১ সালের চার এপ্রিল প্রথম নির্বাচনের পর সীমানা সংক্রান্ত জটিলতার মামলায় স্থগিত হয়ে যায় এ পৌরের নির্বাচন।

অনেক জঠিলতার পর রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১টি টিম, ৯টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। এ সব টিমে বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরা রয়েছেন।

এ ছাড়া প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় মেয়র প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকে রয়েছেন ২১ বছর ধরে দায়িত্বে থাকা মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। নাগরিক সমাজ মনোনীত ইমরান হাসান সামাদ নিপুণসহ ছয় জন প্রার্থী। কাউন্সিলর পদে ৬৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ চারজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তিনজন। এ ছাড়া কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক জানান, দীর্ঘ ২১ বছর পর নির্বাচন হচ্ছে। এজন্য সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হবে।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সম্মিলনী স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুজ্জামান জানান, এই দুই কেন্দ্রে পুরুষ ১৬৪৮ ও নারী ভোটার ১৭৮৯ জন। ভোট শুরুর প্রথম ঘণ্টায় ১৮০ পুরুষ ও ১১৯ নারী ভোট দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team