খবরাখবর ডেস্কঃ ঝিকরগাছায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ১৩৭টি মোটরসাইকেল আটক করেছে যশোর জেলা ট্রাফিক পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে নিবন্ধনহীন এসব মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া বিভিন্ন ধারায় ৪৯টি মামলা দেয়া হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী যশোর জেলা সদর ট্রাফিকের টিআই আরিফ হোসেন জানান, যশোর পুলিশ সুপারের নির্দেশনায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিকরগাছা বাজারের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিবন্ধনহীন ও কাগজপত্রে বিভিন্ন অনিয়মের কারণে ৪৯ টি মামলায় ১৩৭টি মোটরসাইকেল আটক করা হয়। পরে আটককৃত মোটরসাইকেল ঝিকরগাছা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।