1. admin@khoborakhobor.com : খবরাখবর :
জয়ের কাছাকাছি জো বাইডেন - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

জয়ের কাছাকাছি জো বাইডেন

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
জো বাইডেন
জো বাইডেন

আন্তর্জাতিক খবরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি অবস্থান করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। জার্জিয়ায় চলছে নাটকীয় লড়াই। এখনো পর্যন্ত জার্জিয়ায় ৪৯.৩৯ শতাংশ ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছে শুন্য দশমিক ২ পয়েন্টে। এখানে ট্রাম্প পেয়েছেন ৪৯.৩৭ শতাংশ ভোট। রাজ্যের ভোট গণনা শেষ হলেও চূড়ান্ত ফলাফল এখনও আসেনি।

মোট ৫৩৮ টি ইলেকটোরাল ভোটের মধ্যে জো বাইডেন পেয়েছেন ২৬৪ টি। জয়ের জন্য জো বাইডেনের দরকার মাত্র ৬টি ইলেকটোরাল কলেজ ভোট। জর্জিয়ায় ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। সেখানে বাইডেন জয়ী হলেই তিনি জিতে যাবেন।

জর্জিয়ায় বাইডেন জয়ী হলে ট্রাম্পের জন্য আর কোনো সুযোগই থাকবে না। ফল ঘোষণার বাকি সবগুলো রাজ্যে ট্রাম্প জয়ী হলেও তার ইলেকটোরাল কলেজ ভোট সংখ্যা দাঁড়াবে ২৫৮। তখন ট্রাম্পের সামনে হার ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

জর্জিয়ার পাশাপাশি নেভাডা, পেনসিলভেইনিয়া ও অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। এসব রাজ্যের ফলাফলই নির্ধারণ করে দেবে দুই প্রার্থীর ভাগ্য।

এদিকে জো বাইডেনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সেদেশের গোয়েন্দা সংস্থা। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। এছাড়া বাইডেনের বাসভবন ও এর আশেপাশের এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আজ (শুক্রবার) জো বাইডেন ভাষণ দিতে পারেন, এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বাইডেনের এজেন্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team