কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জামায়াতের ২৫ নারী কর্মীকে আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে ঝাউদিয়া বাজার মসজিদের পাশ থেকে তাদের আটক করে।
শনিবার রাতে ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান রতনের নেতৃত্বে এসআই সাখাওয়াত হোসেন একদল ফোর্স নিয়ে ২৫ নারী কর্মীকে আটক করে। আটকদের মধ্যে ঝাউদিয়ার সহিদের স্ত্রী ইউনিয়ন নারী জামায়াতের আমির সাজেদা বেগম, ঝাউদিয়া মসজিদের ইমাম মোকাররম হোসেনের স্ত্রী সুরাইয়া বেগম, মজনুর স্ত্রী আছিয়া, জিকোর স্ত্রী শেফালী, মশিউর চৌধুরীর স্ত্রী জান্নাতুল, আরিফুল ইসলামের স্ত্রী ইসমত আরা, মুরাদ হোসেনের স্ত্রী পারভিন, শফিকুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার, লাবু খানের স্ত্রী জরিনা খাতুন, জাহাঙ্গীরের স্ত্রী নার্গিস, আব্দুর রহমানের স্ত্রী হাজেরা খাতুন, জালাল মোল্লার স্ত্রী নাজিরা খাতুন, আবু বক্করের স্ত্রী ডলি খাতুন, মৃত সাত্তারের স্ত্রী হাজেরা খাতুন, মৃত শিলা মণ্ডলের স্ত্রী জোসনা, আক্কাস আলীর স্ত্রী বিজলি, গোলাপ মণ্ডলের স্ত্রী হাশিয়া, জালালের স্ত্রী শিলার নাম জানা গেছে।
ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন দাবি করেন, ‘করোনাকালীন সময়ে জনসংযোগের উপর নিষেধাজ্ঞা থাকলেও গোপনে এই নারী জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।’ এ বিষয়ে মামলা হয়েছে বলেও জানান তিনি।