খবরাখবর ডেস্কঃ জাতীয় যুব শ্রমিক লীগ যশোর সদর উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ২৭ নভেম্বর) সংগঠনের জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব এ কমিটির অনুমোদন দিয়েছে। এরপর সন্ধ্যার সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
জাতীয় যুব শ্রমিক লীগেকে শক্তিশালী করতে মোঃ মেহেদী হাসানকে আহবায়ক ও মোঃ হারেজ উদ্দীনকে সদস্য সচিব করে জাতীয় যুব শ্রমিক লীগ যশোর সদর উপজেলা কমিটি গঠন করা হয়।একই সাথে মোঃ আব্দুস সালাম ফটিককে আহবায়ক ও মোঃ এলাহী আল মামুনকে সদস্য-সচিব করে যশোর পৌর আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির অনুমোদন দেন সংগঠনের জেলা আহবায়ক জনাব মোঃ কামরুজ্জামান শামিম ও সদস্য-সচিব মোঃ ইউসুফ সিকদার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার সুযোগ্য সভাপতি জনাব মোঃ আজিজুর রহমান। উপস্থিত থেকে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক(চলতি দায়িত্ব) আসাদুজ্জামান বাবলু। এরপর নবগঠিত কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।