আওয়ামী লীগের নৌকা প্রতীকের দাউদ হোসেনের আহত সমর্থকরা হলেন, চুড়ামনকাটি এলাকার মোফাজ্জেল হোসেন (৬৫), শ্যামনগর গ্রামের শফিয়ার রহমানের ছেলে আবু সাহিদ (৩০), ছাতিয়ানতলা গ্রামের হবিবর রহমানের ছেলে হাসিবুর রহমান (৩৫), মৃত বারেক দফাদারের ছেলে দিপু দফাদার (৪০) ও নিপু দফাদার (৪৫), বাগডাঙ্গা গ্রামের মৃত সামাদের ছেলে আশিকুর ইসলাম (৪২), জগহাটি গ্রামের নুর আলীর ছেলে আব্দুল আলিম (৪৫) এবং বাগডাঙ্গা গ্রামের শাহাদত ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩৮)।
স্বতন্ত্র প্রার্থীর আব্দুল মান্নান মুন্নার আহত সমর্থকরা হলেন, বাবুল বিশ্বাসের ছেলে মারুফ (২০), আবুল কাশেম বিশ্বাসের ছেলে সাইমুল হাসান (৩৮) ও মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে আব্দুল হান্নান (৫০)। তারা সকলেই ছাতিয়ানতলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকার প্রতীকের সমর্থকরা চুড়ামনকাটি পৌঁছানোর সাথে সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা করে। এরপর দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নৌকার প্রতীকের ১০-১২ জন আহত হয়। জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, আহত সকলেই আশঙ্কামুক্ত।