1. admin@khoborakhobor.com : খবরাখবর :
চুড়ামনকাটিতে নির্বাচনী সহিংসতায় আহত ১২ কর্মী-সমর্থক হাসপাতালে - খবরাখবর
রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন

চুড়ামনকাটিতে নির্বাচনী সহিংসতায় আহত ১২ কর্মী-সমর্থক হাসপাতালে

  • Update Time : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
চুড়ামনকাটিতে নির্বাচনী সহিংসতায় আহত ১২ কর্মী-সমর্থক হাসপাতালে
চুড়ামনকাটিতে নির্বাচনী সহিংসতায় আহত ১২ কর্মী-সমর্থক হাসপাতালে

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের ১২ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের দাউদ হোসেনের আহত সমর্থকরা হলেন, চুড়ামনকাটি এলাকার মোফাজ্জেল হোসেন (৬৫), শ্যামনগর গ্রামের শফিয়ার রহমানের ছেলে আবু সাহিদ (৩০), ছাতিয়ানতলা গ্রামের হবিবর রহমানের ছেলে হাসিবুর রহমান (৩৫), মৃত বারেক দফাদারের ছেলে দিপু দফাদার (৪০) ও নিপু দফাদার (৪৫), বাগডাঙ্গা গ্রামের মৃত সামাদের ছেলে আশিকুর ইসলাম (৪২), জগহাটি গ্রামের নুর আলীর ছেলে আব্দুল আলিম (৪৫) এবং বাগডাঙ্গা গ্রামের শাহাদত ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩৮)।

স্বতন্ত্র প্রার্থীর আব্দুল মান্নান মুন্নার আহত সমর্থকরা হলেন, বাবুল বিশ্বাসের ছেলে মারুফ (২০), আবুল কাশেম বিশ্বাসের ছেলে সাইমুল হাসান (৩৮) ও মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে আব্দুল হান্নান (৫০)। তারা সকলেই ছাতিয়ানতলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকার প্রতীকের সমর্থকরা চুড়ামনকাটি পৌঁছানোর সাথে সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা করে। এরপর দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নৌকার প্রতীকের ১০-১২ জন আহত হয়। জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, আহত সকলেই আশঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team