তিনি জানান, সীমাখালী বাসস্ট্যান্ড এলাকায় একটি পুত্র শিশু উদ্ধারের খরব পেয়ে স্থানীয়রা শালিখা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
তিনি আরও জানান, এক মহিলা যশোর থেকে ছেড়ে আসা বাসে করে শিশুটিকে নিয়ে মাগুরা জেলার শতখালী যাচ্ছিলেন। কিন্তু বাসটি সীমাখালী বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে পাশে থাকা অপরিচিত এক মহিলা কাছে শিশুটিকে রেখে পানি খাওয়ার কথা বলে ওই মহিলা বাস থেকে নেমে পালিয়ে যায়।
এক পর্যায়ে বাসটি ছেড়ে গেলে তিনি শিশুটিকে তার মায়ের কাছে তুলে দিতে নেমে পড়েন। কিন্তু অনেক খোজাখুজি করে মা পরিচয় দেওয়া ওই মহিলাকে না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শেষে পুনরায় ওই মহিলার জিম্মায় রাখে। এদিকে যশোর পুলিশের তথ্য পেয়ে জানা যায়, সেখানে একটি শিশু হারানোর বিষয়ে জিডি হয়েছে।
এরপর যশোর থানা পুলিশ এসে শতখালী থেকে শিশুটিকে নিয়ে তার প্রকৃত মা-বাবার কাছে তুলে দেয়। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি যশোর শিশু হাসপাতালে ওই শিশুটির জন্ম হয়।
৬ মার্চ সেখান থেকে এক মহিলা ওই শিশুটিকে চুরি করে পালিয়ে যায়। শিশুটির বাবার নাম মেহেদি হাসান এবং মায়ের নাম আসমা খাতুন। তাদের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ পৌর এলাকায়।