আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার এ এস এম মারুফ হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান।
চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগ এবং আরটি-পিসিআর ল্যাব এর পরীক্ষায় জানা যায়, চুয়াডাঙ্গা নতুন শনাক্ত হওয়া ১৪০ জন রোগীর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৯ জন, ধামরাই উপজেলার ১ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, এবং জীবননগর উপজেলার ১৪ জন।
মারা যাওয়া দুজন ব্যক্তির মধ্যে একজন জীবননগর উপজেলার বাসিন্দা এবং অন্যজন দামুড়হুদার বাসিন্দা ছিলেন।
এর আগের ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যুবরণ করেছিলেন ৫ জন এবং ৬৯টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। শনাক্তের এই হার ছিল ৯২ দশমিক ৭৫ শতাংশ। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট করণা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯১ জন এবং সনাক্ত ২৮৩৭ জন।