অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’। শনিবার বিকেল হল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত একটি বাংলাদেশী নাট্যধর্মী থ্রিলার চলচ্চিত্র।
দীর্ঘ ৪ বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর আজ (২১ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কমিটির শুনানি শেষে চলচ্চিত্রটিকে মুক্তির ছাড়পত্র দেয়।
২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। এটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও ইয়াদ হুরানি। ২০১৯ সালে ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত ‘শনিবার বিকেল’ (স্যাটারডে আফটারনুন) সিনেমা দীর্ঘ চার বছরের বেশি সময় আটকে আছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। অথচ এই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ‘ফারাজ’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি।
তারপর থেকে সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে সিদ্ধান্ত ইতিবাচক না হলে কী করবেন তা নিয়েও আজ সকালে ফারুকী সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন কিছু করব, যা কেউ দেখেনি, ভাবেনি; আমারা এর শেষ দেখে ছাড়ব, আমারা বাংলাদেশের মানুষকে দেখাবোই সিনেমাটা।’
ফারুকী স্পষ্ট করে বলছেন, ‘ফারাজ’ যে ঘটনা নিয়ে নির্মিত হয়েছে, একই ঘটনার অনুপ্রেরণায় অনেক আগে বানিয়েছি ‘শনিবার বিকেল’। ফলে ভারতের ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি পাওয়া উচিত। আমি শুধু এটুকুই বলতে চাই, যাই ঘটুক না কেন, বাংলাদেশের মানুষ ৩ ফেব্রুয়ারির আগেই ‘শনিবার বিকেল’ দেখবে। এক ঘণ্টা আগে হলেও দেখবে।
অবশেষে ফারুকীর কথা শেষ না হতেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল চলচ্চিত্রটি।
বাংলাদেশে সিনেমাটি এখনও প্রদর্শিত না হলেও মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’ প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।