1. admin@khoborakhobor.com : খবরাখবর :
দেশে চলছে নির্বাচনী সার্কাস : রুহুল কবির রিজভী - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন

দেশে চলছে নির্বাচনী সার্কাস : রুহুল কবির রিজভী

  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

খবরাখবর নিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিনা ভোটে ক্ষমতায় থেকে আওয়ামী সরকার এখন বেপরোয়া। ওরা অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেবে না। বিরোধী দলের কেউ যদি সাহস করে নির্বাচনে নামে তাহলে তার ওপর নেমে আসে নির্মম নির্যাতনের খড়গ। বিনাভোটের সরকার ও বেহায়া নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় এখন চলছে নির্বাচনী সার্কাস। রোববার (২৭ ডিসেম্বর)  এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

পৌর নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাবিজা বেগমের মৃত্যুর ঘটনায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সম্মেলনে রিজভী বলেন, এদেশ থেকে সুষ্ঠু নির্বাচন নামক শব্দটি চিরতরে উচ্ছেদের পর কোনভাবেই কেউ যেন এই বিষয়ে টু-শব্দ করতে না পারে সেজন্য দেশব্যাপী বিভিন্ন জনপদে সশস্ত্র আওয়ামী ক্যাডারদের মোতায়েন করেছে বর্তমান সরকার। বিরোধেী দলে কেউ নির্বাচনে প্রার্থী হলে তার পক্ষে কেউ প্রচারণা চালাতে গেলে তাকে জীবন হারাতে হয় কিংবা চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়। যার শিকার হলেন গোপালপুর পৌর মহিলা দলের সভাপতি হাবিজা বেগম।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ইসির অপকর্মের শাস্তির যে দাবি নাগরিক সমাজ করেছে তা এড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ আওয়ামী নেতারা গায়ের জোরে সত্যকে চাপা দিতে চাচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন তো সব দলের আস্থাভাজন হওয়া দরকার। নির্বাচন কমিশনকে সবার পছন্দ করতে হবে। এটা একটি সাংবিধানিক সংস্থা। কিন্তু শুধু আওয়ামী লীগই এই ইসিকে পছন্দ করে কেন?এটা একটা বিরাট প্রশ্ন জনগণের কাছে। কারণ আওয়ামী লীগের নির্বাচন নিয়ে, গণতন্ত্র ধবংস নিয়ে যে অপকর্মগুলো তার  পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team