1. admin@khoborakhobor.com : খবরাখবর :
চঞ্চল স্বভাবের নারীরাই ভালো স্ত্রী হয়! - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন

চঞ্চল স্বভাবের নারীরাই ভালো স্ত্রী হয়!

  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
নারীর দুষ্টামি ( প্রতীকী ছবি)
নারীর দুষ্টামি ( প্রতীকী ছবি)

চিত্র-বিচিত্রঃ গবেষণা বলছে, চঞ্চল স্বভাবের নারীরাই ভালো স্ত্রী হয়! শান্ত নারীরা নয়- স্ত্রী হিসাবে বেশিরভাগ পুরুষই শান্ত ও ঘরোয়া নারীদেরই পছন্দ করে থাকে। এই ভেবে এতে সংসার সুখের হবে। কিন্তু জানেন কি, মনোবিদরা বলছেন এর উল্টোটা। তাদের মতে, যাদের আপাতপক্ষে দেখে খানিকটা ‘পাগলি’ বলে মনে হয়
আসলে তারাই স্ত্রী হিসাবে সব থেকে ভালো হন। অনেকটা চঞ্চল স্বভাবের নারী, যাদের কাণ্ডকারখানা আর পাঁচজনের চেয়ে খানিকটা আলাদা। তারাই ভালো স্ত্রী হয়। এর পেছনে যথার্থ কারণ ব্যাখ্যা করেছেন মনোবিদরা। চলুন জেনে নেয়া যাক সেই কারণগুলো-
নির্ভেজাল মানুষ তারা যেমন, তেমনটাই সবার সামনে থাকেন। কোনো অভিনয় করে না। যাকে একবার দেখেই বুঝবেন এর দোষ-গুণ কী কী রয়েছে। এরা নিজেদের দোষ ঢাকতে মিথ্যার আশ্রয় নেন না। মানুষ হিসাবেও খুব সৎ হন। অসাধারণ প্রেমিকা আদর্শ প্রেমিকা বলতে যা
বোঝায় এরা তাই। ভালোবাসার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না। ইনি সঙ্গে থাকলে যে কোনো দিনই অন্যরকম ভালোলাগা এনে দেয়। বিয়ের পরে অনেকের ক্ষেত্রেই প্রেম-জীবন পানসে মনে হয়।
কিন্তু এদের ক্ষেত্রে কথাটি একেবারে খাটে না। সৃজনশীল আসলে সৃজনশীল মস্তিষ্কের জন্যই এরা আর পাঁচজনের থেকে আলাদা হন।এদের জীবন খুব সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন। আউট অফ দ্য বক্স ভাবতে এদের জুড়ি মেলা ভার।
ন্যাকামি পছন্দ নয় ট্রেকিংয়ে হোক বা ঘরোয়া পার্টি, এরা নারী হিসাবে কখনো আলাদা সুবিধা দাবি করেন না। যেখানে যেমন, সেখানে তেমন ভাবেই থাকতে পছন্দ করেন। তাই ঘুরতে বেরিয়ে বা ট্যুরে গিয়ে কখনো এদের নিয়ে সমস্যায় পড়বেন না।
সবসময় আপনাকে আগলাবেন এদের সামনে যদি স্বামী বা কোনো প্রিয়জনকে কেউ অপমান করেন, তবে আর রক্ষে নেই। যতক্ষণ না অপমানকারীকে মাথা নত করাচ্ছেন, ততক্ষণ খান্ত হন না।
এনার্জিতে ভরপুর এরা খুব অনুপ্রেরণাদায়ক প্রকৃতির হয়। শুধু নিজেরাই নন, এদের সঙ্গে যারা থাকেন তারাও সানিধ্যের গুণে অনুপ্রাণিত হয়ে উঠবেন। হারতে জানেন না এদের মনের জোর এতটাই বেশি হয়, যে এরা হার মানতে জানেন না।
অনেকেই যে পরিস্থিতিতে হাল ছেড়ে দেয়, সেখানে এরা সে পরিস্থিতিতে লড়াই চালিয়ে যান। যতক্ষণ না জিতে যাচ্ছেন। নিঃসন্দেহে বলা যায়, এ রকম জীবন সঙ্গিনী পাওয়া ভাগ্যের বিষয়।

সৌজন্যেঃ কলকাতা টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team