নিহতের খালাতো ভাই জাফর ইকবাল বলেন, আমি ও আল আমিন মাংসের ব্যবসা করি। আমরা দুইজন মোটরসাইকেলে করে বারবাজার মেঠোপাড়া যাচ্ছিলাম।
আল আমিন মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘটনাস্থলে নজরুল ইসলাম কলেজের সামনে গেলে বিপরীত মুখি গড়াই পরিবহনের একটি বাস আমাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। স্থানীয়দের সহযোগিতায় আমরা যশোর জেনারেল হাসপাতালে আসি।
চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস জানান, চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়েছে।
বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবা উদ্দিন বলেন, ঘাতক বাসটিকে আটক করা যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।