1. admin@khoborakhobor.com : খবরাখবর :
বিয়েবাড়িতে গিয়ে গুলিবিদ্ধ হলেন বরযাত্রী - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:২০ অপরাহ্ন

বিয়েবাড়িতে গিয়ে গুলিবিদ্ধ হলেন বরযাত্রী

  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
ফাইল ফটো
ফাইল ফটো

বিয়েবাড়িতে দাওয়াত খেতে এসে তানসেন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গুলিবিদ্ধ তানসেন রূপগঞ্জের মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।পুলিশ জানিয়েছে, ওই যুবক এখন সুস্থ আছেন। তার হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। তবে কী নিয়ে তাদের মধ্যে গুলির ঘটনা ঘটেছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে মাসুদের মেয়ের বিয়েতে বরযাত্রী হয়ে আসেন তানসেনসহ হামলাকারীরা। খাওয়া দাওয়া শেষে তানসেনের সঙ্গে অজ্ঞাত হামলাকারীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তানসেনের হাঁটুতে গুলি করে তারা।

গুলিবিদ্ধ হওয়ার পর আশপাশের লোকজন ডাকাত বলে চিৎকার দিলে সন্ত্রাসীরা একটি দেশীয় তৈরি পিস্তল ও তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বাড়ির পার্শ্ববর্তী আবু তাহেরের বাড়িতে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসএম ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ তানসেন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team