1. admin@khoborakhobor.com : খবরাখবর :
খুলনায় হাসপাতাল হতে ইয়াবা ও গাঁজা উদ্ধার - খবরাখবর
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন

খুলনায় হাসপাতাল হতে ইয়াবা ও গাঁজা উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
ইয়াবা প্রতিকী ছবি
ইয়াবা প্রতিকী ছবি

খবরাখবর ডেস্কঃ খুলনায় “হেলথ গার্ডেন” নামে একটি হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের অংশিদার ডা.সুমন রায়ের কক্ষ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় আটক করা হয়েছে আসাদুজ্জামান হীরা (৩০) ও অথৈ (২২) নামে দুই কর্মচারীকে।

ডা. সুমন রায় খুলনা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার প্রচার ও জনসংযোগ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক। হাসপাতালের তার ব্যক্তিগত চেম্বার থেকে এক হাজার ৬৫০ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, গাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং নগদ এক লাখ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে।
দীর্ঘদিন পর্যবেক্ষণের পর খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার বিকেলে যৌথভাবে ‘হেলথ গার্ডেন’ নামে ওই হাসপাতালে অভিযান চালায়। হাসপাতালের অংশীদার ডা. সুমন রায়ের কক্ষটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর।
সেখানে বিদেশি মদের বোতল ও গাঁজা এবং ইয়াবা সেবনের উপকরণ পাওয়া গেছে। এ কারণে ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনার পর থেকে ডা. সুমন রায় পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team