1. admin@khoborakhobor.com : খবরাখবর :
খুলনায় আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় নারী কর্মচারীর তের বছরের জেল - খবরাখবর
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন

খুলনায় আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় নারী কর্মচারীর তের বছরের জেল

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
আদালত (প্রতিকী)
আদালত (প্রতিকী)

খবরাখবর নিউজঃ খুলনায় আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টমসের এক নারী কর্মচারীর তের বছরের জেল দিয়েছে আদালত। একই সাথে এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামী কাস্টম হাউসের কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়। তিনি চট্টগ্রাম কাস্টমসে কর্মরত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল। রাফেজা বেগমের স্বামী এমএম জাহাঙ্গীর আলমও কাস্টম হাউসে কর্মরত। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। রায় ঘোষণাকালে রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন। আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, রাফেজা বেগম তৃতীয় শ্রেণির কর্মচারী। তদন্তে তার বিরুদ্ধে আয়বহির্ভূত বিপুল সম্পত্তির প্রমাণ পাওয়ায় ২৬ (১) ও ২৬ (২) ধারায় কারাদণ্ড ও জরিমানা শাস্তি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team