1. admin@khoborakhobor.com : খবরাখবর :
বর্ষীয়ান রাজনীতিক খালেদুর রহমান টিটোর দাফন সম্পন্ন - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন

বর্ষীয়ান রাজনীতিক খালেদুর রহমান টিটোর দাফন সম্পন্ন

  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
খালেদুর রহমান টিটোর দাফন সম্পন্ন
খালেদুর রহমান টিটোর দাফন সম্পন্ন

খবরাখবর ডেস্কঃ বর্ষীয়ান রাজনীতিক সাবেক প্রতিমন্ত্রী, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। 

আজ সোমবার জোহরের নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।এরআগে কেন্দ্রীয় ঈদগাহে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। মরহুমের কফিনে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।   

জানাজায় যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আলম চঞ্চল, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম এনামুল হক, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, বিএনপির খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম শরফু,
চেম্বার যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। 
জানাজাশেষে তাকে শহরের কারবালা গোরস্তানে দাফন করা হয়।
সাবেক এমপি খালেদুর রহমান টিটোর (৭৬) সোমবার ইন্তেকাল করেন। ফুসফুসে ইনফেকশনজনিত কারণে চারদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল ১০টার দিকে অবস্থার অবনতিতে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। 
খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team