নিউজ ডেস্কঃ খুলনায় একটি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ মোঃ শরিফুল ইসলাম মুন্না (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানী।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রূপসা থানাধীন নৈহাটি মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না ওই এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটি মধ্যপাড়া এলাকার জনৈক তৈয়বুর রহমানের বসত বাড়ির সামনে থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশী তৈরি রিভলবার ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।