1. admin@khoborakhobor.com : খবরাখবর :
হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে অগ্নিকাণ্ড - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:০২ পূর্বাহ্ন

হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে অগ্নিকাণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
ফাইল ফটো
ফাইল ফটো

হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে অগ্নিকাণ্ডে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অকেজো হয়ে গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আইসিইউয়ের ১০টি শয্যায় চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বিকেলে হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে আগুনের সূত্রপাতের কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আইসিইউ রোগীদের সাধারণ ওয়ার্ডে নিয়ে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।


হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, বেলা সোয়া তিনটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের একটি শয্যার হাই ফ্লো নাজাল ক্যানুলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে কার্বন ডাই-অক্সাইড স্প্রে করে আগুন নেভানোর চেষ্টার করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে আইসিইউয়ের ১০টি শয্যায় চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের স্বজনেরা ও হাসপাতালের কর্মীরা তাঁদের দ্রুত বাইরে বের করে আনেন। খবর পেয়ে কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউর রোগীদের বাইরে বের করে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে রাখা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত হাসপাতালে পৌঁছে যান। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি নিশ্চিত করেন, হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

আইসিইউ শয্যা থেকে উদ্ধার করে আনা রোগীদের সঙ্গে সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন অনেক রোগীকেও তাঁদের স্বজনেরা বাইরে বের করে আনেন। হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে এ সময় রোগীদের অক্সিজেনসহ জরুরি সেবা দেওয়া হয়। জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।

অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team