1. admin@khoborakhobor.com : খবরাখবর :
কে হাসবে শেষ হাসি ? ৪ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭২ - খবরাখবর
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

কে হাসবে শেষ হাসি ? ৪ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭২

  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
কে হাঁসবে শেষ হাসি
কে হাঁসবে শেষ হাসি

কে হাসবে শেষ হাসি? প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার উইলিয়ামসনের ঝলমলে ব্যাটিং শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭২ রান। জিততে হলে অস্ট্রেলিয়ার সামনে ১৭৩ রানের টার্গেট।

 আগের ছয় আসরে কোনবারই শিরোপার স্বাদ নিতে পারেনি এই আসরের দুই ফাইনালিষ্ট। তাই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া।

শিরোপার লড়াইয়ে টস হারে নিউজিল্যান্ড। টস জিতে স্বাভাবিকভাবেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ। তাই আগে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড।
টস হেরে নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন ড্যারিল মিচেল ও মার্টিন গাপটিল। দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খুলেন গাপটিল। প্রথম ওভার থেকে আসে ৯ রান। ম্যাচের তৃতীয় ওভারে গাপটিলের ক্যাচ মিস করেন ওয়েড। পরের ওভারে ওয়েডের ক্যাচেই পতন হয় নিউজিল্যান্ডের প্রথম উইকেটের। হ্যাজলউডের বলে উইকেটের পেছনে এবার আর ক্যাচ নিতে ভুল করলেন না। ৮ বলে ১ ছক্কায় ১১ রান করে ফিরলেন মিচেল। ২৮ রানে ভাঙল নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি।

ফাইনালের মঞ্চে পাওয়ারপ্লেতে বিবর্ণ নিউজিল্যান্ড। প্রথম তিন ওভারে ২৩ রান করা কিউইরা মাত্র ৯ রান করেছে পরের ৩ ওভারে। পাওয়ারপ্লে’র ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ৩২। এবারের বিশ্বকাপে পাওয়ার প্লে’তে এটাই নিউজিল্যান্ডের সর্বনিম্ন রান।

অজিদের দুর্দান্ত বোলিংয়ে বেশ মন্থর গতিতে ঘুরছে নিউজিল্যান্ডের রান। প্রথম ১০ ওভারে কিউইদের সংগ্রহে ওঠে মাত্র ৫৭ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর উইলিয়ামসন-গাপটিলে হাল ধরেছে কিউইরা। কিন্তু দলীয় ৭৬ রানে গাপটিলকে সাজঘরে পাঠান জাম্পা। ​তাকে উড়িয়ে মারতে গিয়ে স্টয়নিসের তালুবন্দী হন গাপটিল। ৩৫ বলে ৩ চারে ২৮ রান করেন কিউই ওপেনার।

১৩তম ওভারে ম্যাক্সওয়েলকে টানা দুই ছক্কা মেরে অর্ধশতক পূরণ করলেন কিউই অধিনায়ক। মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে একটি রেকর্ডও তৈরি করে নিয়েছেন উইলিয়ামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুততম অর্ধশতক এটি।

এগারোতম ওভারে স্টার্কের ওভারে জীবন পেয়ে ১৯ রান নিয়েছিলেন উইলিয়ামসন। ষোলতম ওভারে স্টার্ক ফিরতেই তার ওপর চড়াও হন কিউই অধিনায়ক। বাঁহাতি পেসার খরচ করলেন ২২ রান। পরের ওভারে হ্যাজলউডের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ১ চার ও ১ ছক্কার সাহায্যে ১৭ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন ফিলিপস।

দলীয় ১৪৯ রানে শতরান হাতছাড়া করে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। ১০ চার ও ৩ ছক্কার সাহায্যে ৪৮ বলে ৮৫ রান করে ক্রিজ ছাড়েন কিউই দলনায়ক। হ্যাজলউড ক্যাচ ছাড়ার সময় ২১ রানে ছিলেন উইলিয়ামসন।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড দলে এক পরিবর্তন। চোটে পড়ায় ডেভন কনওয়ের জায়গায় দলে ঢুকেছেন টিম সাইফার্ট

নিউজিল্যান্ড একাদশ:

মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেইন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team