অন্তু রায় ওই গ্রামের দেবব্রত রায়ের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারে পড়তেন।
স্বজনরা জানান, অন্তু খুব হাসি খুশি ছেলে। তার বাবা দিনমজুর। পড়ালেখার খরচ চালাতে টিউশনি করতেন অন্তু। তার বোন এবার এসএসসি পরীক্ষার্থী। সোমবার দুপুরের দিকে তাদের ঘরের আড়ায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, রবিবার (৩ এপ্রিল) টাকার জন্য বাড়ি আসেন অন্তু। তার মা ধার করে তিন হাজার টাকা দেন। এরপর তিনি খুলনায় ফেরেন। মোবাইল ফোনের চার্জার নেওয়ার জন্য সন্ধ্যায় আবার বাড়ি ফেরেন অন্তু। সোমবার তার খুলনায় ফিরে যাওয়ার কথা ছিল।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব-অনটনের কারণে অন্তু আত্মহত্যা করেছেন। পরিবার থেকে কোনও কারণ বলতে পারছে না। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।