রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে প্রতিভাবান ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম।
বুধবার জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২১/২২এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এ প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
শেখ রাসেল ডেভলপমেন্ট কাপ ফুটবল(অনূর্ধ্ব- ১৫) টুর্নামেন্ট এর জন্য কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ৫ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে এর উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কাজিউল ইসলাম মেয়র কুড়িগ্রাম পৌরসভা ,জনাব আবু মোঃ সাঈদ হাসান (লোবান), সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা এবং সভাপতিত্ব করেন মোঃ আকরাম হোসাইন জেলা ক্রীড়া অফিসার, কুড়িগ্রাম।