শাহিনুল মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামের বাসিন্দা শাজাহান মালিথার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ মার্চ মিরপুর নওদা খাড়ারা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্ত্রী চম্পা খাতুনের বসত ঘরে আগুন ধরিয়ে দেয় শাহিনুল।
এ সময় তিনি মেয়েকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হয়ে যান। এরপর ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য স্ত্রী চম্পা খাতুনকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
চিকিৎসকরা তার স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে স্বামীর পরিবারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় চারদিন ধরে হাসপাতালের বিছানায় পড়ে থাকেন এবং পরে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের চাচা শাহাদত বাদী হয়ে মিরপুর থানায় চাম্পা খাতুনের স্বামী শাহিনুলের বিরুদ্ধে হত্যার অভিযোগে এজাহার দায়ের করেন।
তদন্ত সাপেক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান ২০১৬ সালের জানুয়ারীতে চার্জশিট দাখিল করেন আদালতে।
সরকারি কৌসুলী অ্যাড. অনুপ কুমার নন্দী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহিনুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।