দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন দাম আজ সন্ধ্যা থেকে সারা দেশে কার্যকর হবে।
গত মাসে একলাফে ২৬৬ বৃদ্ধি করে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৪৯৮ টাকা।
গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৬৬ টাকা ২২ পয়সা, যা আগে ছিল ৭০ টাকা।