1. admin@khoborakhobor.com : খবরাখবর :
যে সব কারণে কমে যেতে পারে স্মৃতিশক্তি - খবরাখবর
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন

যে সব কারণে কমে যেতে পারে স্মৃতিশক্তি

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
ফাইল ছবি
ফাইল ছবি

স্মৃতিশক্তি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ।স্মৃতিশক্তি বাড়ানো বা ধরে রাখার জন্য নানা রকম কলাকৌশল খাদ্যাভ্যাস আয়ত্ত্ব করি। কিন্তু কেন কমে সে সম্পর্কে আমরা কমই জানি অথবা জানতে চাই। আসুন জেনে নি কিভাবে এবং কি কারণে মানুষের স্মৃতিশক্তি কমে যায়।

স্মৃতিশক্তি কমে যাওয়াকে বিস্মৃতি বলা হয়। আর বিস্মৃতি হচ্ছে শিক্ষা (Learning) ও স্মৃতি (Memory)-এর বিয়োগফল। মনোবিজ্ঞানী Crider বলেন, ‘কোন নির্দিষ্ট তথ্য স্মরণ করার অক্ষমতাকে বিস্মৃতি বলে।

কারণসমূহ :

১.পঠিত বিষয়ে পর্যালোচনার অভাব:

মানুষ যখন কোন কিছু পাঠ করে বা দেখে তখনই তা মানুষের স্মৃতিতে গেঁথে যায়। কিন্ত সেই পঠিত বিষয় আবার পুনরায় পাঠ বা Review না করলে সেটা মানুষের স্মৃতি থেকে মুছে যেতে থাকে, ফলে বিস্মৃতি ঘটে।

২. মনোযোগের অভাব:

প্রত্যেকেরই উচিত যখন কোন কিছু করবে, দেখবে বা পড়বে তা মনোযোগ সহকারে দেখা, করা বা পাঠ করা। অন্যথায় মানুষ তা ভুলে যেতে পারে। আর মনোযোগহীনতা মানুষের স্মৃতিশক্তি নষ্ট করে দেয়।

৩. প্রকারগত পরিবর্তনের (Qualitative change) কারণ:

মানুষের অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের প্রকারগত পরিবর্তন এর কারণেও স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে।

৪. সৃজনশীলতার অভাব:

সৃজনশীলতা বা কোনো কিছু উদ্ভাবনের ক্ষমতা মানুষকে অনেক বেশি চিন্তা করতে ও পাঠ করতে বাধ্য করে যা মানুষের স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। আর এর অভাবে স্মৃতিশক্তি কমে যায়।

৫. নিয়মিত অধ্যয়ন না করা:

নিয়মিত অধ্যয়ন করলে মানুষে ব্রেন অনেক বেশি সচল ও উর্বর থাকে। আর নিয়মিত অধ্যয়ন না করলে মানুষের মস্তিষ্ক তার কার্যক্ষম হারিয়ে ফেলে, ফলে স্মৃতিশক্তিও কমে যায়।

৬. শারীরিক অসুস্থতা:

মানুষে বিভিন্ন বড় ধরনের শারীরিক অসুস্থতার জন্যেও অনেক সময় স্মৃতিশক্তি কমে যায়। এটা হরহামেশাই চোখে পড়ে।

৭. মস্তিস্কে আঘাত লাগলে:

মানুষের স্মৃতি তার মস্তিস্ক অর্থাৎ ব্রেনে থাকে। আর এটা অত্যন্ত নাজুক একটি স্থান। অনেকে সময় বিভিন্ন ধরণের দুর্ঘটনা থেকে মস্তিস্কে আঘাত লেগে স্মৃতিশক্তি কমে যেতে বা স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে।

৮.পুষ্টিকর খাবারের অভাব:

খাবার মানুষের জীবনের অত্যাবশ্যকীয় উপাদান। খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। আবার খাবার শুধু খেলেই হবে না। তাতে থাকতে হবে সঠিক পুষ্টিগুণ। কারণ সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের অভাবে কমে যেতে পারে স্মৃতিশক্তি।

৯. অতিরিক্ত দুশ্চিন্তা:

অতিরিক্ত দুশ্চিন্তা মানুষের ব্রেনের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে। এর ফলে মানুষের মস্তিস্ক তার স্বাভাবিক কাজ করতে পারে না।

১০.অতিরিক্ত পর্ণো ছবি দেখা ও দৈহিক মিলন :

অতিরিক্ত পর্ণো ছবি দেখার ফলে অথবা অতিরিক্ত দৈহিক মিলনের ফলে অত্যাবশ্যকীয় উপাদানগুলোর ঘাটতি বেড়ে যায়।অতিরিক্ত মিলন ও পর্ণো ছবি দেখার ফলে শরীর হতে বলবর্ধক রক্ত তথা বীর্য নির্গত হওয়ার ফলে ব্রেনের উপর বৈরী প্রভাব পড়ে ।তাই স্মৃতিশক্তি লোভ পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team