1. admin@khoborakhobor.com : খবরাখবর :
কপিল দেব হৃদরোগে আক্রান্ত - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫০ অপরাহ্ন

কপিল দেব হৃদরোগে আক্রান্ত

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
কপিল দেব (সংগৃহীত ছবি)
কপিল দেব (সংগৃহীত ছবি)

খেলাধুলার খবরঃ ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তি ক্রিকেটারকে।

চিকিৎসকরা জানিয়েছেন, গত রাতে হাসপাতালে ভর্তির পর কপিল দেবের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। এখন বিপদমুক্ত এবং সুস্থ্য আছেন। তার অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। তার সুস্থতা কামনা করেছেন সমর্থকরা।

জানা গেছে, কপিলের বর্তমান অবস্থা স্থিতিশীল। আগামী দু-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে তিনি ছাড়া পেতে পারেন।

কিংবদন্তি এই ক্রিকেটারের অসুস্থতায় ভারতীয় ক্রিকেট অঙ্গনে উদ্বেগ নেমে এসেছে। কপিলের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন গৌতম গম্ভীর, অনীল কুম্বলে, সুরেশ রায়নারা।

উল্লেখ্য ১৯৮৩ সালে তার নেতৃত্ব প্রথম বিশ্বকাপ জয় করে ভারত। সেই বিশ্বকাপে ১৭৫ রানের চমৎকার একটি ইনিংসও খেলেছিলেন কপিল। ক্যারিয়ারে ১৩১টি টেস্টে ৪৩৪টি উইকেট নিয়েছেন কপিল।

২২৫টি ওয়ানডে ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ২৫৩টি। টেস্টে এ অলরাউন্ডার করেছেন ৫ হাজার ২৫৮ রান। ওয়ানডেতে তার রানের সংখ্যা ৩ হাজার ৭৮৩ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team