1. admin@khoborakhobor.com : খবরাখবর :
কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতির আল্লামা মাহমুদুল হাসান। - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০০ অপরাহ্ন

কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতির আল্লামা মাহমুদুল হাসান।

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
আল্লামা মাহমুদুল হাসান
আল্লামা মাহমুদুল হাসান

খবরাখবর ডেস্কঃ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। আল্লামা আহমদ শফীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। ।

শনিবার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের কেন্দ্রীয় অফিসে মজলিসে আমেলার এক বৈঠকে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। পরে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। বেফাক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আল্লামা মাহমুদুল হাসান গুলশান আজাদ মসজিদের খতিব। তিনি যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম।

বেফাকের সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেফাকের সদস্যরা লিখিত মতামত প্রদান করেন। বিকাল ৩টায় মতামত প্রদানের কার্যক্রমে বিরতি চলছিল। পরবর্তীতে মহাসচিব পদের জন্য লিখিত মতামত পেশ করবেন বেফাকের সদস্যরা।

উল্লেখ্য, যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সরকারপন্থী হিসেবে কওমি ঘরানায় পরিচিত। তিনি মজলিসে দাওয়াতুল হক নামে একটি আধ্যাত্মিক সংগঠনের আমির। গত ১৮ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফীর মৃত্যুতে বেফাকের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team