বুধবার (২৫মে) সন্ধ্যায় আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা উক্ত গ্রামের মোঃ নুর হোসেনের মেয়ে।সে পুলেরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
আমেনার পরিবার জানায়, ছয় মাস আগে কেশবপুরের জনৈক হৃদয়ের সাথে বিয়ে হয় আমেনার। পারিবারিক কলহের জেরে বিয়ের দু’মাসের মাথায় বাবার বাড়ী চলে আসেন আমেনা। বাবার বাড়ীতে অবস্থানের চার মাস পর আজ গলায় ফাঁস দেয়া আত্মহত্যা করে। ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে লাশ মর্গে প্রেরন করেন।