গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাবেক ওই পুলিশ পরিদর্শক ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন। ঘটনার দিন একটি মামলার সাক্ষ্য দিতে চট্টগ্রামে এসেছিলেন তিনি। তার নাম মিজানুর রহমান।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম জানান, আজ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আসামি মিজানুর রহমানের অনুপস্থিতিতে তার আইনজীবী জামিনের সময় বাড়ানোর আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ জুলাই চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ছাত্রী ছেলেবন্ধুকে নিয়ে ফয়েস লেকে বেড়াতে যান। ওই সময় ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নগরের চকবাজার এলাকার একটি হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিজানুর রহমান। পরে ওই ছাত্রীর বাবা মিজানুরের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরে মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এই মামলায় গ্রেফতার করা হলে তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পান।