খবরাখবর ডেস্কঃ এইচএসসি পরীক্ষার রূপরেখা আগামী মঙ্গলবারের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা সংক্রমণের মুখে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের পরীক্ষা বিষয়ে বুধবার রাজধানীতে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
এ বছরের ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। তখন বলা হয়েছিল, এপ্রিলের প্রথম সপ্তাহে এ পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে। তবে করোনা পরিস্থিতির অবনতির কারণে গত সাড়ে পাঁচ মাসেও পরীক্ষা আয়োজনের মতো পরিবেশ তৈরি হয়নি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক দফায় ১৭ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।