এখন শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সম্মতি চাইবে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, তাঁরা ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব করেছেন।
করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন অপেক্ষা করে গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে সব বিষয়ে পরীক্ষা হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।