বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক ও নড়াইলের সাংসদ মাশরাফি বিন মুর্তজা ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট ১১২ জন তরুণ নেতার স্থান পাওয়া তালিকায় দক্ষিণ এশিয়ায় সপ্তম স্থানে আছে মাশরাফির নাম।
৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম।
যারা ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন তারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করার জন্য বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।
সংস্থাটির করা তালিকায় মাশরাফির সংক্ষিপ্ত পরিচয়ে ক্রিকেটের পাশাপাশি তার সমাজসেবার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে বলা হয়েছে, ক্রিকেটের সঙ্গে সঙ্গে মানুষের জন্যও কাজ করছেন মাশরাফি।
১৯৮৩ সালে জন্মগ্রহণকারী নড়াইলের ছেলে মাশরাফি ২০০১ সাল থেকে জাতীয় দলে খেলছেন। প্রতিভার স্বাক্ষর রাখা এই খেলোয়াড় ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে।