1. admin@khoborakhobor.com : খবরাখবর :
ইট বিক্রি বন্ধের ঘোষণা মালিক সমিতির - খবরাখবর
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন

ইট বিক্রি বন্ধের ঘোষণা মালিক সমিতির

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
মানববন্ধন
মানববন্ধন

খবরাখবর ডেস্কঃ প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় ইটভাটার ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দুরত্ব কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন থেকে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইট বিক্রি বন্ধের ঘোষণা দেয়া হয়।

দাবি আদায় না হলে আগামী বছর থেকে ইট উৎপাদন বন্ধ করে দেওয়ার হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে। ঘন্টাব্যাপী মানববন্ধনে ইটভাটার মালিকগণ ছাড়া সহস্রাধিক ইটভাটার শ্রমিক অংশগ্রহণ করেন।

এ সময় মালিক সভাপতি আব্দুল মালেক বলেন, সরকারি নির্দেশনার কারণে কোটি টাকা ব্যয় করে দেশের ড্রাম চিমনির ইটভাটার মালিকরা তাদের ইটভাটাগুলো জিগজ্যাগ ভাটায় রুপান্তরিত করে। বর্তমানে ৮০ শতাংশ ভাটাই জিগজ্যাগ ভাটা। ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জিগজ্যাগ ভাটা বৈধ উল্লেখ করলেও ৮ নম্বর উপধারায় ইটভাটার নিষিদ্ধ এলাকার দুরুত্ব এক হাজার মিটার করা হয়।

ওই ধারায় উল্লেখ করা হয় রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে এ দুরত্ব বজায় রাখতে হবে। জনবহুল এ দেশে এ আইন কার্যকর হওয়ার দুরুহ ব্যাপার যে কারণে তারা নিষিদ্ধ এলাকার দুরুত্ব ৪৫০ মিটারের দাবি করে আসছেন।

বক্তরা আরো বলেন, আইনের এ উপধারার কারণে পরিবেশ অধিদপ্তর ২০১৭ সাল থেকে ছাড়পত্র দেয়া বন্ধ রেখেছে। ফলে ইটভাটায় অহরহ অভিযান চালিয়ে ভাটা ভেঙ্গে দিয়ে কোটি কোটি ক্ষতি করা হচ্ছে। এভাবে চললে তারা ইট উৎপাদন করতে ব্যর্থ হবেন। এ অবস্থায় আইনের ৮ নম্বর উপধারা সংশোধনের দাবি জানান তারা। অন্যথায় আগামী ৯ ফ্রেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইট বিক্রি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। দাবি আদায় না হলে আগামী বছর থেকে ইট উৎপাদন বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team