শুরুটা ভালই করেন লিটন দাশ ও নাইম শেখ। একটু এগ্রেসিভ হয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হন লিটন দাশ এর পর নাইম ও সেই তালে তাল দিয়ে ফেরেন সাজ ঘরে।
সাকিব ও জ্বলে উঠতে পারেনি আজ। মুশফিক-29, মাহমুদুল্লাহ-19, আর নাসুমের-19 এ বাংলাদেশের সংগ্রহ দাড়ায় 124 । জবাবে ইংল্যান্ড এর ঝড়ো ব্যাটিং এর সামনে দাড়াতে পারেনি বাংলাদেশের বোলাররা।
জেসন রয়- 61, দাউয়িদ মিলান- 28 আর জজ বাটলার এর 18 রানে ভর করেই খুব সহজে জয় পায় ইংল্যান্ড। 14 অভার 1 বলে 126 রান করে তুলে নেয় সহজ জয়।