বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দেন আশফাক সালেহীন।
তিনি তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘আমি আজকে ফেসবুক লন্ডন অফিসে পার্টনার ইঞ্জিনিয়ার রোলে অফার পেয়েছি।’
আশফাক সালেহীন বলেন, ‘আমার লক্ষ্য ছিল ফেসবুক, গুগল এবং অ্যামাজন—এ তিনটি কোম্পানির যেকোনো একটি থেকে অফার আনা। তবে পথে বাধা ছিল আমার সিএসইর (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) একাডেমিক জ্ঞানের অভাব এবং কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং না করা। দীর্ঘ দেড় বছর আমি সামাজিক যোগাযোগমাধ্যম এবং সব রকম সোশ্যাল লাইফ থেকে পুরোপুরি দূরে ছিলাম। পুরো জীবনটা ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, লিটকোড আর এলগো এক্সপার্টে আটকে ফেলেছিলাম।’
তিনি বলেন, ‘এক বছরে ছয় শতাধিক প্রবলেম সলভ করেছি। নিজেকে আমার পুনরায় গড়ে তুলতে হয়েছিল। তবে সবকিছু আমাকে তার মূল্য পরিশোধ করেছে। এই সফলতার আগে আমি পাঁচটি ব্যর্থতা দেখছি। প্রথমে একবার ফেসবুক থেকে, তারপর তিনবার অ্যামাজন থেকে এবং একবার গুগল থেকে রিজেকশনের পর আমি আমি এটি সম্ভব করেছি।’
যারা ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়তে চান তাদের উদ্দেশে আশফাক সালেহীন বলেন, ‘তাদের উচিত ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের ওপরে অনেক জোর দেওয়া। এ বিষয়ে ভালো কোনো একাডেমিক বই আদ্যোপান্ত পড়া। এরপর কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং কনটেস্টে নিয়মিত অংশগ্রহণ করা উচিত।