1. admin@khoborakhobor.com : খবরাখবর :
‘আল্লাহু’ লেখা নবজাতকের কানের আকৃতি! - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন

‘আল্লাহু’ লেখা নবজাতকের কানের আকৃতি!

  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
নবজাতক
নবজাতক

খবরাখবর ডেস্কঃ রাজশাহীতে আরবি হরফে ‘আল্লাহু’ লেখা কান নিয়ে এক নবজাতকে নিয়ে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।  শিশুটির স্বজনদের বিশ্বাস, কানে ‘আল্লাহু’ লেখা রয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে ওমর ফারুক।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে তার জন্ম হয়।

নবজাতক শিশুর মায়ের নাম সানজিদা আক্তার। এটি সানজিদার দ্বিতীয় সন্তান। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের আবু হোসেনের স্ত্রী। আবু হোসেন নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিভাগে চাকরি করেন।

সানজিদার বোন শামীমা আক্তার জানান, সোমবার হাসপাতালে ভর্তির পর দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু ওমর ফারুকের জন্ম হয়। এরপর তারা কান দুটি সেভাবে খেয়াল করেননি তারা। পরদিন সকালে পরিষ্কার করার সময় তিনি শিশুটির কান দু’টির এমন আকৃতি দেখে আশ্চর্য হয়ে পড়েন। এরপর দ্রুতই এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর অনেকে শিশুটিকে একবার দেখার জন্য মাতৃসদনে ভিড় জমান।

মাতৃসদনটির প্রশাসনিক সহকারী কামরুন নাহার শিউলী বলেন, ফেসবুকের কল্যাণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ‘আল্লাহু’ লেখা দেখতে পাই। এটা নিয়ে অবাক হই। কিন্তু এবার এই প্রথম নিজের চোখে দেখলাম। আমার শাশুড়ি কোরআন তেলাওয়াত জানেন। তাকে ছবি দেখিয়েছি। তিনি বলেন, ‘শিশুটির দুই কানে আল্লাহু লেখা। সবই আল্লাহ প্রদত্ত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team