শুরু থেকেই শক্তি প্রদর্শন এর খেলায় পরিণত হয় ম্যাচটি। যার ফলে নস্ট হয় ফুটবলের আসল সৌন্দর্য্য। দুই দলই আক্রমনের চেয়ে গায়ের জোর প্রদর্শন আর নিজেদের গোল রক্ষায় ছিল সচেষ্ট। কোনো পক্ষই যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। যা কয়েকটা সুযোগ তৈরি হয়েছিল তাও দুর্বল ফিনিশিংয়ের কারণে হতাশায় বাড়িয়েছে।
৯০ মিনিটের হাইভোল্টেজ এই ম্যাচে ফাউল হয়েছে মোট ৪২টি, আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই সমান ২১ বার করে ফাউল করে। দুই দলই গোলের উদ্দেশ্যে ৯টি করে শট নেয় যদিও কোনটিই সেই গোলের জালে জড়াতে পারে না। আর্জেন্টিনার তিনটি আর ব্রাজিলের দুটি থাকে লক্ষ্যে।
খেলার শেষ মিনিটে ভাল একটি সুযোগ পায় মেসি কিন্তু ডি-বস্ক এর মুখথেকে নিচুকরে গোল রক্ষক বরাবর সট নিয়ে সেই সুযোগটি হাতছাড়া করে ফেলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
শেষমেষ ব্রাজিলের কাছে না হারার তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা, এমনটাই ফুঁটে ওঠে মেসির কথায়।