খেলার খবরঃ আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা পেলেন পিএসজির তারকা ডি মারিয়া তবে দলে নেই ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। নভেম্বরের শেষের দিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনির ২৫ জনের দলে এ জায়গা বদল।
গত বছরের পর আর্জেন্টিনা দলে খেলা হয়নি ডি মারিয়ার। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দুই ম্যাচেও তাকে বাইরে রেখেছিলেন স্কালোনি। যা নিয়ে ক্ষোভও ঝেরেছিলেন ডি মারিয়া। সমালোচনা শুরু করেছিল ডি মারিয়া ভক্তরা। অবশেষে জাতীয় দলে জায়গা ফেরত পেলেন পিএসজি তারকা।
সার্জিও আগুয়েরো দলে নেই চোটের কারণে। এছাড়া আরও দুই খেলোয়াড় দলে জায়গা করে নিতে পারেননি। তারা হলেন-ভিয়ারিয়ালের হুয়ান ফয়েথ আর ফিওরেন্তিনোর জার্মান পেজ্জেয়া।
আগামী ১২ নভেম্বর ঘরের মাঠে প্যারাগুয়ের মোকাবেলা করবে আর্জেন্টিনা। চারদিন পর দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তেরা খেলবে পেরুর মাঠে। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে আছে লিওনেল মেসির দল।