স্ত্রী সালসাবিল তালাকানামা পাঠানোর খবর সংবাদমাধ্যমে আসার পর তার সম্পর্কে কথাগুলো বলেন সারেগামাপা ক্ষাত বিতর্কিত গায়ক নোবেল।তিনি আরো বলেন, সব সময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি। কনসার্ট করতে না পারি। ওকে ভালোবেসে বিয়ে করেছি বলে ছাড়তে পারিনি। সে এবার আমাকে তালাকানামা পাঠিয়েছে, আমি পেয়েছি। কিন্তু স্বাক্ষর করব না। তিনমাস পর এটা এমনি এমনিই কার্যকর হয়ে যাবে।’
গত ১১ সেপ্টেম্বর আইজীবী মারফত তালাকনামা স্বামী নোবেলের ঠিকানায় পাঠিয়েছেন সালসাবিল।বিচ্ছেদের কারণ জানিয়ে সালসাবিল বলেন, নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীর নেশা রয়েছে। আমাকে নানাভাবে নির্যাতন করত- এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। গত ১১ সেপ্টেম্বর তাকে তালাকনামা পাঠিয়ে দিয়েছি।’
স্ত্রীর এমন অভিযোগ নাকচ করে দিয়ে নোবেল বলেন, ‘সে মিথ্যাবাদী। ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে আমি আমার জীবন নতুন করে সাজাবো। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করবো। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।’
তবে বিচ্ছেদের পর কাজে মনোযোগ দেবেন বলে জানালেন এই গায়ক। আরও জানালেন, বিচ্ছেদ নিয়ে নতুন গানও তৈরি করেছেন তিনি। চলতি মাসেই গানটি প্রকাশ করতে চান নোবেল।
২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে হয় মঈনুল আহসান নোবেলের। একই বছর ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন নোবেল।