আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদে এ হামলা ঘটেছে। হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি জানিয়েছেন, মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন ধর্মগুরু মুজিব রহমান আনসারি ও তার কয়েকজন রক্ষী। এসময় বিস্ফোরণ হলে ধর্মগুরু ও তার রক্ষী ছাড়াও নামাজ পড়তে আসা কয়েকজনের মৃত্যু হয়। এতে ১৮ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ২১ জন আহত হয়েছেন।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ প্রতিশ্রুতি দিয়েছেন বোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে। গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালেবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দেন। এছাড়া যারা তালেবান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সমালোচনা করেন তিনি।