আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এনজিওতে ২ টি পদে ১০০ জন লোক নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে। এমআরএ সনদপ্রাপ্ত এই সংস্থাটি পিকেএসএফ এর সহযোগী হিসাবে কমিউনিটি হেলথ এন্ড মাইক্রোফাইনান্স কর্মসূচি পরিচালনা করে আসছে।
সংস্থাটি খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা, এঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা, রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিবে।
১/ পদের নামঃ সহকারী শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা -৫০ জন
বেতনঃ শিক্ষানবিশকালে ১৭০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ১ম বিভাগ / জিপিএ-৪ সহ অন্যান্য পরীক্ষায় নূন্যতম ২য় বিভাগ /জিপিএ-২.৫ থাকতে হবে)
২/ পদের নামঃ সুপারভাইজার
পদ সংখ্যা -৫০ জন
বেতনঃ শিক্ষানবিশকালে ১৬০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ / জিপিএ-৩.৫০ সহ অন্যান্য পরীক্ষায় নূন্যতম ২য় বিভাগ /জিপিএ-২.৫ থাকতে হবে)
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
আবেদনের শেষ সময়- ২৮ ফেব্রুয়ারী -২০২২
বি.দ্রঃ স্বহস্তে লেখা আবেদন দিতে হবে।
অন্যান্য যোগ্যতা ও সুযোগ সুবিধাসহ বিস্তারিত জানতে – www.addinwc.org