1. admin@khoborakhobor.com : খবরাখবর :
আদ-দ্বীন ফাউন্ডেশনের অধীনে নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ন

আদ-দ্বীন ফাউন্ডেশনের অধীনে নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি

  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
আদ-দ্বীন ফাউন্ডেশনের অধীনে নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি
আদ-দ্বীন ফাউন্ডেশনের অধীনে নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি

আদ-দ্বীন ফাউন্ডেশনের অধীনে আদ-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের খুলনা, কুষ্টিয়া ও যশোরে ১ বছর ইন্টার্নশিপসহ মোট ৪ বছর মেয়াদি আদ-দ্বীন ডিপ্লোমা নার্স এ কিছু সংখ্যক ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ভর্তির যোগ্যতাঃ

  • এস.এস.সি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫ থাকতে হবপ
  • অবিবাহিত
  • বয়স ১৬-২৬ বছর( ১৩ জানুয়ারি-২০২২)
  • উচ্চতা নূন্যতম ৪ ফুট ১১ ইঞ্চি
  • প্রার্থীকে লিখিত,মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় পাশ করতে হবে।
  • সুন্দর কথা ও হাতের লেখা এবং রোগীদের সেবাদানে আগ্রহী হতে হবে।

ভর্তি ফিসঃ এককালিন ৫০০০/- (পাঁচ হাজার) টাকা

প্রশিক্ষনকালিন যে আর্থিক দেয়া হবে তাতে থাকা, খাওয়া, টিউশন ফি খরচ চালিয়ে আরো হাতে নগদ পাওয়া যাবে। (বিস্তারিত বিজ্ঞাপনে)

  • প্রশিক্ষণ শেষে আদ-দ্বীন হাসপাতালের স্টাফ নার্সদের মত নির্ধারিত বেতনস্কেল ও অন্যান্য সুবিধা পাবে।

অন্যান্য শর্তঃ বিজ্ঞাপন অনুযায়ী

আগ্রহীরা নির্বাহী পরিচালক আদ-দ্বীন ফাউন্ডেশন বরাবর স্বহস্তে লিখিত আবেদন (বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী তথ্যসহ) আগামী ১৩ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের যে কোন শাখা কার্যালয় বা প্রধান কার্যালয় আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, চাঁচড়া চেকপোষ্ট পুলেরহাট যশোরে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team