1. admin@khoborakhobor.com : খবরাখবর :
আদ্-দ্বীনে যুক্ত হলো অত্যাধুনিক ৭ অপারেশন থিয়েটার - খবরাখবর
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৯:০১ অপরাহ্ন

আদ্-দ্বীনে যুক্ত হলো অত্যাধুনিক ৭ অপারেশন থিয়েটার

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
আদ্-দ্বীনে যুক্ত হলো অত্যাধুনিক ৭ অপারেশন থিয়েটার
আদ্-দ্বীনে যুক্ত হলো অত্যাধুনিক ৭ অপারেশন থিয়েটার

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবায় যুক্ত হলো অস্ত্রোপচারের জন্য ৭টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি)।

সোমবার (১১ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মগবাজারে অবস্থিত হাসপাতালের আশরাফ আলী ভবনে অত্যাধুনিক এ নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন করেন প্রয়াত শিল্পপতি সেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী সকিনা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, প্রয়াত শিল্পপতি সেখ আকিজ উদ্দিনের বড় মেয়ে সাফিনা খাতুন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিল্লাল আলম, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতালগুলোর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন প্রমুখ। এসময় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘মানবসেবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। নতুন ৭টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি) উদ্বোধনের মাধ্যমে সেবার দ্বার আরো প্রসারিত হলো। স্বল্পমূল্যে রোগীরা এই হাসপাতালে সব ধরনের উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন।’

আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, ‘স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে আদ্-দ্বীন জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবায় অবদান রেখে চলেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিল্লাল আলম বলেন, ‘আদ্-দ্বীন এমন একটি প্রতিষ্ঠান যার চেয়ারম্যান তার মাকে দিয়ে অপারেশন থিয়েটার উদ্বোধন করিয়েছেন। যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরাও যেন মাকে দিয়ে প্রতিটি ভালো কাজের সূচনা করতে পারি।’

আদ্-দ্বীন হাসপাতালগুলোর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ‘আদ্-দ্বীনের সেবার পরিধি দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। অভিজ্ঞ ডাক্তার ও দক্ষ নার্সরা এই অপারেশন থিয়েটারে সেবা দেবেন। আদ্-দ্বীন হাসপাতালে পরিচ্ছন্ন পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সঙ্কটাপন্ন রোগীরা অত্যাধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিতে পারবেন।’

উল্লেখ্য, নতুন ৭টি ওটি যোগ হওয়ার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মোট ওটির সংখ্যা এখন ১৭ টি। এখানে ২৪ ঘণ্টা রোগীদের অস্ত্রপচার চলবে। নতুন অপারেশন থিয়েটারে শিশুদের জন্য রাখা হয়েছে বেবি ম্যানেজমেন্ট কর্নার। এছাড়া প্রতিটি ওটিতে একটি করে ক্যামেরা সেট করা হয়েছে। যার মাধ্যমে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী লাইভ অস্ত্রপচার দেখতে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team