খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের তিনটি ইউনিট রাত ৯টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন বলেন, ‘শেরশাহ এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।
প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এগারোটি কাঁচা বসতঘর পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।