1. admin@khoborakhobor.com : খবরাখবর :
আকিজ বিড়ি ফ্যাক্টরিতে ৩১ পদে নিয়োগ - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন

আকিজ বিড়ি ফ্যাক্টরিতে ৩১ পদে নিয়োগ

  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
আকিজ বিড়ি

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিঃ এর বিভিন্ন বিড়ি ফ্যাক্টরির জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কর্ম এলাকার সকল শাখা এলাকার ( কুষ্টিয়া জেলা, শার্শার নাভারণ ও বাগেরহাটের নগরকান্দি শাখা এলাকা ব্যতীত) প্রার্থী আবেদন করতে পারবে।

১/ পদের নামঃ সেড সুপারভাইজার (পুরুষ)
পদ সংখ্যাঃ ২৫ জন
যোগ্যতাঃ এসএসসি পাশ, কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা, সুস্বাস্থ্য, সুন্দর হাতের লেখা ও মিষ্টিভাষী হতে হবে।
বয়সঃ সর্বনিম্ন ২৫, সর্বোচ্চ ৩৫ বছর
বেতনঃ শুরু ১২০০০/- তিন মাস পর যোগ্যতার গ্রেড অনুযায়ী, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা এবং পিএফ ও আনুতোষিক।

২/ পদের নামঃ কাগজ বিতরণী (পুরুষ)
পদ সংখ্যাঃ ০২ জন
যোগ্যতাঃ এসএসসি পাশ, কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা, সুস্বাস্থ্য, সুন্দর হাতের লেখা ও মিষ্টিভাষী হতে হবে।
বয়সঃ সর্বনিম্ন ২৫, সর্বোচ্চ ৩৫ বছর
বেতনঃ শুরু ১২০০০/- তিন মাস পর যোগ্যতার গ্রেড অনুযায়ী, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা এবং পিএফ ও আনুতোষিক।

৩/ পদের নামঃ কাউন্টার ইনচার্জ (পুরুষ)
পদ সংখ্যাঃ ০২ জন
যোগ্যতাঃ স্নাতক পাশ, কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা, সুস্বাস্থ্য, সুন্দর হাতের লেখা ও মিষ্টিভাষী হতে হবে।
বয়সঃ সর্বনিম্ন ২৫, সর্বোচ্চ ৩৫ বছর
বেতনঃ শুরু ১৩০০০/- তিন মাস পর যোগ্যতার গ্রেড অনুযায়ী, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা এবং পিএফ ও আনুতোষিক।

৪/ পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০২ জন
যোগ্যতাঃ কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা/ স্নাতক পাশ, কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা, সুস্বাস্থ্য, সুন্দর হাতের লেখা ও মিষ্টিভাষী হতে হবে।
বয়সঃ সর্বনিম্ন ২৫, সর্বোচ্চ ৩৫ বছর
বেতনঃ শুরু ১২০০০/- তিন মাস পর যোগ্যতার গ্রেড অনুযায়ী, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা এবং পিএফ ও আনুতোষিক।

  • সকল পদের জন্য বিনামূল্যে থাকার সুবিধা আছে।

আগ্রহী প্রার্থীদের চেয়ারম্যান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিঃ বরাবর স্বহস্তে লিখিত আবেদন পত্র আগামী ১৫/০১/২০২২ তারিখ বিকাল ৫ টার মধ্যে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এর প্রধান কার্যালয় চাঁচড়া চেকপোস্ট -পুলেরহাট যশোর এই ঠিকানায় ডাক/কুরিয়ার /হাতেহাতে পৌঁছাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team